কোটা এবং কৌটা ভাবনা★
লিখেছেন লিখেছেন জিহর ১২ এপ্রিল, ২০১৮, ১১:০৭:২৭ রাত
I'm a agly minded man...
তাই আমি আশাবাদি, সব কোটা সংস্কার হলেও ঘুষ কোটা খোলা থাকবে !
কারন আগামিতে মেধা কোটায় পর্যাপ্ত প্রার্থি মেলানো ভার হবে।
যে হারে প্রশ্ন আউট হচ্ছে, তাতে নাহিদ মামুর পুতিদের সাথে আমাদের নাতিরাও মেধা কোটায় চান্স পাবে না।
তাই যদি এখন থেকেই বিভিন্ন বৈশাখি মেলা ঘুরে ঘুরে কিছু ব্যাংক বা কৌটা বা ডিব্বা সংগ্রহো করে রাখতে হবে । এবং আমি আর আমার ছেলে-মেয়েরা পর পর দুই জেনারেশন পয়সা জমাই, তাইলে অনেক পয়শাই হবে আল্লাহ চাহেতো ।
কোটার আশা কৌটা তো পুরোন করতে পারবে ...! সেটারি অপেক্ষা শুরু হলো।
তো আমার অনেক অনেক পয়শা জমে যাবে । আর নাতিরা যেহেতু প্রশ্ন আউটের জন্য ব্যস্ত থাকবে, ফলে তারা পর্যাপ্ত টাকা কামাতে পারবে না । তখন একপর্যায়ে আমার পূরোনো সব স্ট্যাটাস ঘেটে ঘেটে এই পোষ্টটা খুঁজে বের করে ফেলবে গুপ্ত ধনের মতো , তখন নিশ্চয় তারা সেই পয়শাগুলো উদ্ধার করে ফেলবে "দিপু নাম্বার-2" ফলো করে ।
একপর্যায়ে তারা এতো পয়শা রাখতেও বিপাকে পড়বে । তখন এর সঠিক ব্যবহারের জন্য ঘুষ কোটায় ট্রাই করবে আশা রাখি
(যেহেতু I'm a agly minded man) ।
নইলে আমার নাতি পুতিরা আমার কামানো পয়শা গুলো কারে খাওয়াবে..?
.
সুতরাং কোটার কেরামতি রবি-ঠাকুরের ছোট গল্পের মতো। মানে শেষ হইয়াও হইলো না শেষ....
.
লিখা:- তালুকদার জহির
মিরপুর-৬
বিষয়: বিবিধ
৬৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন